পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র মঙ্গলবার পীরগঞ্জের উপজেলার খালাশপীর বন্দরে উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন এ কে এম পেয়ার আহমাদ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রংপুর জোন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান , সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহাজাহান আলী, রংপুর জোন, মোঃ মশিউর রহমান সিনিয়র প্রিন্সিপল অফিসার, রংপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রীনা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা। স্বাগত বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রফিক স্বত্তাধিকারী মেসার্স রাদিয়া এন্টার প্রাইজ এজেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ খালাশপীর কেন্দ্র বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পীরগঞ্জ শাখা প্রধান রেজাউল করিম এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, আবু আজাদ বাবলু প্রমুখ। এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইসলামী ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পীরগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন
