ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ীতে ধর্ষণ ও অপহরনের দায়ে আরিফুল ইসলাম নামে এক যুবক কে অভিযোগ এর পরিপেক্ষিতে পুলিশ গ্রেফতার করেছে। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির লালপুর গ্রামের আব্দুল কাদের এর কন্যা মোছাঃ কাকলী আক্তার (১৭) কে খয়েরবাড়ী ইউপির অ¤্রবাড়ী খিয়ারপাড়া গ্রামের আফজাল হোসেন এর পুত্র মোঃ আরিফুল ইসলাম (২৯) গত ২ মাস পূর্বে বাড়ী থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। গত ১১ আগষ্ট তারা দু’জনে গ্রামে আসলে আব্দুল কাদের গত ১৩ আগষ্ট ফুলবাড়ী থানায় অপহরনের অভিযোগ করলে ফুলবাড়ী থানার পুলিশ দু’জনকেই আকট করে থানায় আনেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মোছাঃ কাকলী আক্তার এর পিতা আব্দুল কাদের বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ১০, তারিখ ১৪/০৮/২০১৯ ইং, ধারা নারী ও শিশু নির্যাতন ৭ এর ৯/১।
ধর্ষণ ও অপহরনের বিষয়ে মোছাঃ কাকুলী আক্তার কে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিক কে জানান আমাকে ২ মাস পূর্বে আরিফুল ইসলাম ঢাকায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আমি অসুস্থ ছিলাম সে আমার চিকিৎসা করেছে। আমাকে কোন ধর্ষণ করে নি। প্রেমের টানে আমি তার কাছে গিয়েছি। তবে তার স্ত্রী ও দুটি সন্তান আছে তা আমি জানতাম না। আমি তার সাথে সংসার করতে চাই। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম এর সাথে কথা বললে, তিনি জানান মেয়ের পিতা বাদি হয়ে মামলা করেছে এতে আমাদের করার কিছু নাই। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আইনের উর্ধ্বে কেউ না।
ফুলবাড়ীতে ধর্ষণ ও অপহরনের দায়ে এক যুবক আটক ॥
