ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার উত্তর পাড়া গ্রামের দাখিল পরীক্ষার্থীনি কে বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক স্থাপন করে ধর্ষণের অভিযোগে সাদুল্লাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের হলে এলাকাবাসী কতৃক যুবক আটক।
স্থানীয়রা জানায়, উপজেলার উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আঙ্গুর (২৩) সোমবার একই গ্রামের দাখিল পরীক্ষার্থীর ঘরে অভিভাবকদের অজান্তে প্রবেশ করে। এলাকাবাসীরা বিষয়টি বুঝতে পেরে অপত্তিকর অবস্থায় ছেলে-মেয়েরকে আটক করে।
এ বিষয়টি এলাকায় সমাধানের চেষ্টা ব্যর্থ হলে তারা সাদুল্লাপুরের ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ সরকার এর নেতৃত্বে এ এস আই একরামুল হক প্রেমিকদ্বয়কে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রেমিক জুটিকে সাদুল্লাপুর থানার পাঠিয়ে দেয়।
এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ পরিদর্শক নিশ্চিত করেন।