সারাদেশ

খানসামায় ০৫ জুয়ারী আটক, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেক জুয়ারীকে ১ মাসের কারাদণ্ড

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে থানা পুলিশের হাতে আটক ০৫ জুয়ারীকে ভ্রাম্যমাণ আদালতে ০১ মাস করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের পাকেরহাট খোদরাপাড়া লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার আংগারপাড়া ইউনিয়নের পাকেরহাট এলাকার রহিম উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৩০), ঐ এলাকার মৃত গাঁঠিয়া ইসলামের পুত্র লুৎফর রহমান (৪৮), মৃত মহির উদ্দিনের ছেলে মমতাজ আলী (৪৪), পাকেরহাট মাস্টারপাড়া এলাকার মৃত বুধমহন কাওয়ালীর ছেলে বিমল কাওয়ালি (৪২) ও মৃত শরৎ চন্দ্র কাওয়ালীর ছেলে নির্মল চন্দ্র কাওয়ালি (৪২)।থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ওই এলাকায় একটি লিচু বাগানে জুয়া চলছিলো। এতে পরিবেশ নষ্ট হচ্ছিলো এলাকার। এদিন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ।ওসি মোজাহারুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের পর আটক ০৫ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলার যেকোনো এলাকায় মাদক ও জুয়া চললে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাদক জুয়া নির্মূলে আমরা বদ্ধপরিকর।বিষয়টি নিশ্চিত করে ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধি মুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments